রবিবার ১৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

1 Rupee Coin From 1885 Fetches 10 Crore Rupees On Online Auction

বাণিজ্য | এক টাকা হয়ে গেল ১০ কোটি! রাতারাতি কপাল খুলতে পারে আপনারও

AD | ১৬ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: পুরনো নোট এবং কয়েনের বিপুল জনপ্রিয়তা আছে সংগ্রহকারীদের মধ্যে। অনেকেই নিলামে বহু টাকা খরচ করে নিজেদের সংগ্রহে সেই নোট বা কয়েনগুলি জমিয়ে রাখেন। সম্প্রতি একটি এক টাকার কয়েন অনলাইনে নিলামে বিক্রি হয়েছে ১০ কোটি টাকায়। শুনতে অবাক হলেও এমনটাই হয়েছ।

ওই এক টাকার কয়েনটিতে কী এমন বিশেষত্ব রয়েছে? কয়েনটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। ১৮৮৫ সালে তৈরি কয়েনটি বিরল। কিন্তু সেটির জন্য যে এরকম দাম উঠতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি কেউ। যাঁর কাছে কয়েনটি ছিল তিনি লটারি পেয়ে গিয়েছেন। তাই যদি আপনিও পুরনো মুদ্রা এবং মুদ্রার প্রতি অনুরাগী হন এবং সেগুলি সংরক্ষণ করেন, তাহলে আপনিও এমন একটি সুযোগ পেতে পারেন। আপনার এই শখ আপনাকে ঘরে বসে লক্ষ লক্ষ কোটি টাকা আয় করার দুর্দান্ত সুযোগ দিতে পারে।

অনেক ওয়েবসাইট আছে যেখানে প্রোফাইল তৈরি করে বিক্রির জন্য যে কেই কয়েন প্রদর্শন করতে পারেন। এই ওয়েবসাইটগুলির মধ্যে একটি হল কয়েনবাজার। যেখানে আপনি রেজিস্টার করে কয়েন বিক্রি করতে পারেন। ক্রেতারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনি সরাসরি তাদের সাথে দর কষাকষি করতে পারবেন।

এই এক টকার কয়েনটিই প্রথম নয়। ২০১২ সালের জুন মাসে ১৯৩৩ সালের একটি আমেরিকান কয়েন নিলামে ১৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৩৮ কোটি টাকা। 

(এই ধরনের কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে নিজের দায়িত্বেই সেটিকে অনলাইনে বিক্রি করবেন। আরবিআই কখনই এই ধরনের মুদ্রা বা টাকা কেনাবেচায় অনুমোদন করে না। আপনার কেনাবেচায় আজকাল ডট ইনের কোনও দায় থাকবে না।)


#Coin#Auction#OneRupeeCoin



বিশেষ খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25